~

[getTicker results="4" label="random" type="ticker"]

ফিরে দেখা ৭১

বাংলাদেশ এবং ১৯৭১ এই বিষয় নিয়ে প্রয়োজনীয় বইপত্র, প্রকাশনার পরিমাণ ততোটা বেশি নয়। প্রিন্ট মাধ্যম, অডিও-ভিডিও, চিত্র, ভাস্কর্য এমনকি অনলাইন কোন মাধ্যমেই মুক্তিযুদ্ধ বিষয়টা যতোটা আসা উচিত ছিল ততটা আসেনি। পর্যাপ্ততার অপ্রতুলতা রয়েছে।

সমকালে রাজাকার-আলবদরদের আস্ফালন যতটা বেড়ে গেছে, তার প্রতিক্রিয়ায় আমরা কিছুটা হতবাক হয়েছি বটে। এই দুঃসময়ে সামহোয়্যারইনব্লগ নামক সাইটটির কর্ণধাররা এক চিরস্মরণীয় কাজ করেছেন। তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে এক বিরাট আকারের সংকলন প্রকাশ করেছেন। নাম ফিরে দেখা ৭১ । মানসম্পন্ন এই সংকলনটি নিজস্ব সংগ্রহে রাখার মত উন্নতমানের হয়েছে। আমি এই দুর্লভ তথ্যসমৃদ্ধ 'ই-বুক' খানি নিজের সংগ্রহে রেখে নিজেকে গর্ব ও ধন্য বোধ করছি। প্রিয় পাঠকবর্গ, আপনারা অবশ্যই ঐতিহাসিক ই-বুক খানি ডাউনলোড করুন। নিজের সংগ্রহে রাখুন। অন্যকে পড়তে উৎসাহিত করুন।
ফাইল প্রকার: পিডিএফ, অ্যাক্রোব্যাট রিডার দিয়ে পড়তে হবে।
পৃষ্ঠা : ২০৫
ফাইল সাইজ: ৬.৪৭ এম বি

Post a Comment

2 Comments

  1. সামহোয়ারইনকে ধন্যবাদ...

    ReplyDelete
  2. হ্যা, তারা সত্যিই একটা ভাল কাজ করেছে। বাংলাদেশ ১৯৭১ ব্লগটি ভিজিট করার জন্য আপনাকেও ধন্যবাদ।

    ReplyDelete